❇ পরিবর্তন করে নিন Battery, Network, WiFi Icon & Navigation Icon ❇
আমরা অনেকেই Stock Statusbar ব্যবহার করে একঘেয়েমী হয়ে গেছি। তাই অনেকেই জানতে চেয়েছেন যে, Statusbar এর Network Signal Icon, Battery Icon, WiFi Signal Icon ইত্যাদি কিভাবে পরিবর্তন করতে হয়? তাদের জন্য এই পোষ্টটি। কথা না বাড়িয়ে তাহলে কাজের কথায় আসা যাক।
.
============
❇ যা যা প্রয়োজনঃ
============
●► Rooted Android Device (Ice or JB)
●► Xposed Installer
(Extract Password:- HimuRoy)
অথবা, Download
.
==========
❇ কাজের ধাপঃ
==========
●► উপরের লিংক থেকে Xposed Installer ও EX Themer ডাউনলোড করে Install করে নিন।
●► Install হয়ে গেলে, প্রথমে Xposed Installer Open করুন। Root
Permission চাইলে Grant/Allow ক্লিক করুন।
●► তারপর Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন Reboot করুন।
●► এবার Xposed Installer Open করে Modules গিয়ে EX Themer এ টিক দিয়ে ফোন Reboot করুন।
●► তারপর EX Themer Open করুন। Root Permission চাইলে Grant এ ক্লিক করুন।
.
.
↓↓-এরপরেঃ-↓↓
.
.
===========================
❇ Network Icon পরিবর্তন করার জন্যঃ
===========================
●► Status Bar Mod>Signal Bar Tweaks এ ক্লিক করুন।
●► তারপর Theme Signal Bar এ টিক চিহ্ন দিন এবং Choose Theme থেকে পছন্দের Theme Icon সিলেক্ট করুন।
***নোটঃ- আপনার ফোন যদি MediaTek প্রসেসরের হয় তাহলে:-
→ Theme Signal Bar এ টিক দিবেন না।
→ একেবারে নিচে থাকা MediaTek Devices Theme এ ক্লিক করুন।
→ Theme MediaTek Devices এ টিক দিন।
→ এরপর Choose Theme থেকে পছন্দের Theme Icon সিলেক্ট করুন।
●► Theme সিলেক্ট করা হয়ে গেলে ফোন রিবুট করুন। ব্যস কাজ শেষ।
.
.
==========================
❇ Battery Icon পরিবর্তন করার জন্যঃ
==========================
●► Status Bar Mod>Battery Tweaks এ ক্লিক করুন।
●► এরপর Active Battery Theme Mod এ টিক দিন।
●► তারপর Choose Theme থেকে পছন্দের Theme Icon সিলেক্ট করুন।
●► Theme সিলেক্ট করা হয়ে গেলে ফোন রিবুট করুন। ব্যস কাজ শেষ।
.
.
=======================
❇WiFi Icon পরিবর্তন করার জন্যঃ
=======================
●► Status Bar Mod>WiFi Tweaks এ ক্লিক করুন।
●► তারপর Choose Theme থেকে পছন্দের Theme Icon সিলেক্ট করুন।
●► Theme সিলেক্ট করা হয়ে গেলে ফোন রিবুট করুন। ব্যস কাজ শেষ।
.
.
============================
❇ Navigation Icon পরিবর্তন করার জন্যঃ
============================
●► Navigation Bar Mods>Navigation Bar Themes গিয়ে পছন্দমত Theme সিলেক্ট করুন।
●► Theme সিলেক্ট করা হয়ে গেলে ফোন রিবুট করুন। ব্যস কাজ শেষ।
.
================
❇❇ বিশেষ দ্রষ্টব্য ❇❇
================
➽ সকল কাজ নিজ দায়িত্বে করবেন। আপনার ডিভাইসের কোন প্রকার ক্ষতির জন্য আমি বা এই ব্লগ দায়ী থাকবে না।
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home